দিনাজপুরের খানসামা উপজেলায় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘরে ওই দম্পতির ৯ মাসের শিশু কান্না করছিল।
রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও হাজীপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন—রবিউল ইসলাম (৩৫) ও সামছুন নাহার (৩২)।
রবিউল একই এলাকার আবদুর রহিমের ছেলে ও সামছুন নাহার উপজেলার মেম্বারপাড়ার সমশের আলীর মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি চিত্তরঞ্জন জানান, রোববার সকালে প্রতিবেশিরা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তারা রবিউল ও সামছুনকে ডাকাডাকি করেও কোনো উত্তর পায়নি। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।