রোমাঞ্চকর এক লড়াইয়ে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার রাতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৯ রানের লক্ষ্য দেয় রংপুর। শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে না পেরে ১৫০ রানেই থেমে যায় ক্যাপিটালসের ইনিংস।
রংপুরের শুরুটা ছিল দুর্দান্ত নয়। মাত্র ৩ রানে প্রথম উইকেট হারানোর পর ১১ বলে ১৯ রান করে ফেরেন কাইল মায়ার্স। সৌম্য সরকার সাকিবের বলে আউট হওয়ার আগে ২৮ বলে করেন ৩৬ রান। তবে মাহিদুল ইসলাম অঙ্কন ও আজমতউল্লাহ ওমরজাই দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে রংপুর।
শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ১৮ বলে ৩৪ রানের (৩ চার, ২ ছক্কা) ঝোড়ো ইনিংস এবং ইফতিখার আহমেদের ৩২ বলে ৪১ রানের সুবাদে রংপুর পায় লড়াই করার মতো সংগ্রহ।
দুবাই ক্যাপিটালসের হয়ে ১৬ রান দিয়ে এক উইকেট নেন সাকিব। বাকি চার বোলারও পান একটি করে উইকেট।
রান তাড়ায় ক্যাপিটালসের হয়ে একমাত্র সেদিকউল্লাহ অটল কিছুটা লড়াই করেন ৩১ বলে করেন ৩৮ রান। বাকিরা ছিলেন নিষ্প্রভ। সঞ্জয় কৃষ্ণমূর্তি ২৭ ও ডমিনিক ড্রেকস করেন ২২ রান। মাত্র ৭ বল খেলে ৩ রান করে আউট হন সাকিব। এবারের আসরে প্রথম ম্যাচে ৫৮ রানের ইনিংস খেললেও পরের তিন ম্যাচে ব্যর্থতার বৃত্তেই ঘুরেছেন তিনি।
রংপুরের পক্ষে সাইফ হাসান ৩ ওভারে ২০ রানে শিকার করেন ৩ উইকেট। খালেদ আহমেদ নেন ২ উইকেট।ফাইনালের আগে নিজেদের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৭ জুলাই) সেন্ট্রাল ডিস্ট্রিকসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।