হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসার জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই ভাড়া বাসায় বরিশালের আঞ্চলিক সংবাদপত্র দক্ষিণের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট আবরার হোসেনের বাবা ও ঐ পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান (৬২) বাদী হয়ে হাতিরঝিল থানায় এই মামলাটি করেছেন।
বুধবার (০৪ মে) রাতে মামলাটি দায়ের হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) চয়ন। তিনি বলেন, বুধবার রাতে আলম রায়হান থানায় মামলা দায়ের করছেন। এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। তবে মামলার তদন্ত চলমান রয়েছে।
মামলার এজহারে আলম রায়হান অভিযোগ করে বলেন, হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ব্লক-ডি, রোড নং-০৩, বাসা নং-৬/ডি বাসায় মঙ্গলবার (ঈদের দিন) রাতে আমি একা ছিলাম। এর আগে সোমবার (০২ মে) আমার ছেলে ও পরিবারের বাকি সদস্যরা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাত আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটে সব কাজ শেষ করে ঘুমিয়ে পরি।
পরদিন ভোর ৪ টা ৫০মিনিটে ঘুম থেকে উঠে দেখি যে, পাশের রুমটি ভিতর থেকে বন্ধ। তখন দরজা খোলার চেষ্টা করলে বুঝতে পারি যে, ভিতর থেকে ছিটকানি দেওয়া। তখন আমি আশপাশের লোকজনদের ডাকি এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে হাতিরঝিল থানা পুলিশকে বিষয়টি জানাই। পরবর্তীতে সকাল ১১ টায় বাড়ির মালিকের সহায়তায় মিস্ত্রির মাধ্যমে দরজার তালা ভেঙে রুমে প্রবেশ করে দেখি যে, জানালার গ্রিল কাটা এবং বাসার ভিতরের সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
অভিযোগ করে তিনি আরও বলেন, আমাদের ভাড়া ফ্ল্যাটের মাস্টারবেড রুমে রাখা স্টিলের ও কাঠের তিনটি আলমারীর ভিতরে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, দুইটি ক্যামেরা, চারটি হাত ঘড়ি ও দুইটি হার্ডডিস্ক চুরি হয়ে যায়। আমার ধারণা মঙ্গলবার রাত ১১ টা ১৫ মিনিট থেকে বুধবার ভোর ৪ টা ৫০ মিনিটের মধ্যে কে বা কারা বাসার জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে এসব জিনিসপত্র নিয়ে যায়।