এ সময়ে অপহরণ চেষ্টাকারীদের রেখে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ওই কাউন্সিলর গৌরনদী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কাউন্সিলর মো. আল-আমিন হাওলাদার বলেন, ফোর-লেনের জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি কাজ নিয়ে গৌরনদী থেকে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে আসি। সেখান থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বরিশাল নগরের ফলপট্টি এলাকায় যাই। মোটরসাইকেল রেখে বিরিয়ানির দোকানে প্রবেশের সময় ৪-৫টি মোটরসাইকেলে বেশ কিছু অজ্ঞাতনামা যুবক সেখানে আসেন। তারা মোটরসাইকেল থেকে আমার নাম জানতে চায়, আমি প্রশাসনের লোক ভেবে নাম পরিচয় দিই। তবে নাম-পরিচয় বলার সাথে সাথেই তারা আমাকে মারধর শুরু করে এবং টেনে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে। হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে মোটরসাইকেল থেকে নিজেই নেমে যাই।
কাউন্সিলরের স্বজন তায়েব হাওলাদার বলেন, স্থানীয়রা এগিয়ে না আসলে কাউন্সিলরকে নিয়ে যেত তারা। স্থানীয়রা এগিয়ে এসে প্রতিবাদ জানান এবং ধাওয়া দিলে হামলাকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
এ ঘটনায় মামলা দায়ের করবেন জানিয়ে কাউন্সিলর আল আমিন হাওলাদার বলেন, পূর্বে এমন কোন ঘটনা মাথায় আসছে না, যার জন্য আমাকে অপহরণ করার চেষ্টা করা হবে। এ ঘটনায় আমি ও আমার পরিবার আতঙ্কিত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, তার সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।