প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (২১ জুন) দুপুরে ও সন্ধ্যায় বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মৌজালী মৃধা (৪০) ও আবু ২ বক্কর ফকির (২৫) নামের ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বর প্রার্থী ফিরোজ মৃধা ও মন্টু হাওলাদারের সমর্থদের মধ্যে দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অপরদিকে সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণার পর পরই গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র সংলগ্ন রাস্তায় প্রতিপক্ষের বোমা হামলায় নিহত হয় আবু বক্কর ফকির (২৫)। সে খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র ও বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন মৃধার সমর্থক। হামলাকারীরা পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থক। বোমা হামলায় আহত খাঞ্জাপুর গ্রামের আলী হাওলাদারের পুত্র রকিব হাওলাদারকে (২২) উপজেলা ও অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।