খুলনায় ইটভাটায় রান্নার কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নগরীর ফাতেমাবাগ এলাকায় চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ওসি বলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী থেকে গত রোববার (১২ ফেব্রুয়ারি) খুলনায় আসেন ওই নারী। তাকে নিয়ে আসেন ডালিম নামে এক ব্যক্তি। এরপর চারজন মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। সকালে ওই বাড়ি থেকে নারী পালিয়ে আসলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ওসিসির ফোকাল পারসন ডা. অঞ্জন চক্রবর্তী বলেন, ভুক্তভোগীকে কিছু পরীক্ষা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে।
তিনি বলেন, হাসপাতালেও ওই নারী জানিয়েছেন তাকে চারজনে ধর্ষণ করেছেন। সে কারণে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ওসি এমদাদুল হক আরও বলেন, ধর্ষকদের গ্রেফতার করতে এরইমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।