রাজধানীর গুলশান এলাকা থেকে এক পথশিশু অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র্যাব-৩ এর সদর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে। তবে গ্রেফতারকৃতের নাম পরিচয় জানানো হয়নি।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে চার বছর পূর্বে অপহরণপূর্বক আটক করে গ্রেফতারকৃত আসামি। পরে গৃহকর্মী হিসেবে নির্মম নির্যাতনের শিকার হয় ওই পথশিশু। এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই পথশিশুকেও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর টিকাটুলিস্থ র্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।