আন্তর্জাতিক গুম দিবসে সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস নিয়ে এক বার্তায় এ সংহতির কথা জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে যুক্তরাষ্ট্র দূতাবাস গুম সম্পর্কিত অভিযোগগুলোর বৃহত্তর তদন্তের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের আহ্বান পুনর্ব্যক্ত করছে।
বাংলাদেশে সরকারি সফর শেষে তিনি বলেছেন, এই গুরুতর অভিযোগ সম্পর্কে আমি সরকারের মন্ত্রীদের কাছে আমার গভীর উদ্বেগ উত্থাপন করেছি এবং নিরাপত্তা খাতের সংস্কারের পাশাপাশি এই অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছি।