যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার হাসের কাছে স্মারকলিপি দিয়েছেন মায়ের কান্না সংগঠনের সদস্যরা। ১৯৭৭ সালের ২ অক্টোবর জিয়াউর রহমানের আমলে বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্যকে গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের কান্না’।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ৯টায় রাজধানীর শাহীনবাগে রাষ্ট্রদূতের কাছে এ স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা।
এদিন ওই এলাকায় একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রদূতের কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের সন্তান ও চাকরিচ্যুত সদস্যরা।
মায়ের কান্না সংগঠনের সদস্যরা মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৪৫ বছর আগের গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চান। একই সঙ্গে সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা চান। মায়ের কান্না সংগঠকদের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে পরবর্তীসময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।