গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ ভালো আছে। সেনা মোতায়েনের মতো পরিস্থিতি এখনও হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। সোমবার সকালে টঙ্গীতে নিজ এলাকায় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে নৌকায় ভোট চান আজমত উল্লা খান। এ সময় তিনি এ কথা জানান। আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। আর তাই শেষ দিকের প্রতিটি মুহুর্তেই গণসংযোগ, প্রচারণায় সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, সিটির উন্নয়ন ও সার্বিক দিক বিবেচনায় নিয়ে ভোট দেবেন তারা।
সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও এ সময় উল্লেখ করেন অ্যাডভোকেট আজমত উল্লা খান। এদিকে, ইসি কমশনার মো. আলমগীর বলেছেন, উপমহাদেশের প্রেক্ষাপটে গাজীপুরে ভোটের পরিবেশ খুবই ভালো আছে। কোনো প্রার্থীর এজেন্ট বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গাজীপুর সিটি নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে জানিয়ে তিনি বলেন, ঢাকায় বসে পরিস্থিতি মনিটর করতে পারবেন ইসি কমিশনাররা।