বুধবার, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই পরিবর্তনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রতি ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থান ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর।