গাজীপুর এলাকা থেকে ৩ বছর বয়সী এক অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় রংপুর থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহৃত ওই শিশুকে রংপুরে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রংপুর টেনিস ক্লাব মাঠ থেকে শিশু আরাফাতকে উদ্ধার করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাজ্জাদ হোসেন।
গ্রেফতার অপহরণকারীর নাম মো. রাকিব চৌধুরী মিলন (৩০)। তিনি রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন বেনুপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন থানার অন্তর্ভুক্ত কুনিয়া তারগাছ এলাকার সিফাতের বাড়ির ভাড়াটিয়া মো. সামিদুল ইসলামের ছেলে মো. আরাফাত হোসেনকে (৩) ২৮ জানুয়ারি সকালে অপহরণ করে রংপুরে নিয়ে আসে এবং মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ ঘটনায় ভুক্তভোগী আরাফাতের পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন।
এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক জিএমপি গাছা থানা শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রংপুর টেনিস ক্লাব মাঠ থেকে অপহৃত আরাফাতকে উদ্ধার করে। এ সময় শিশু অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, শনিবার বিকেলে অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। আজ (রোববার) ভোরে অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।