গাইবান্ধার নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রী রিফাত জান্নাত ও লাবিবা খাতুন শ্রাবণীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১৪ দিন পর উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত রিয়েল মন্ডল হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা ও ঝিনাইদহ জেলা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার ও আসামি রিয়েলকে গ্রেফতার করা হয়েছে।
আসামি রিয়েল মন্ডল ও ভুক্তভোগী রিফাত জান্নাতকে ঝিনাইদহের কোট চাঁদপুর এলাকা ও লাবিবা খাতুনকে আশুলিয়া থানার জিরানি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
উদ্ধার হওয়া ওই কলেজছাত্রীদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে।
ওসি মাসুদুর রহমান বলেন, গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি যাবার পথে ওই দুই কলেজছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনা থানায় মামলা হলে কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে দুই ভুক্তভোগীকে উদ্ধার ও প্রধান আসামি রিয়েলকে গ্রেফতার করা হয়েছে।
তারা প্রেমের টানে উধাও হয়েছিল বলে জানান ওসি।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি যাবার পথে কলেজছাত্রী রিফাত জান্নান ও লাবিবা খাতুন নিখোঁজ হয়।
রিফাত জান্নাত ও লাবিবা খাতুন দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেন।
তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে। একই এলাকার হওয়ায় তারা একসঙ্গে গাইবান্ধা শহরের পলাশপাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন।
গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি গিয়ে না পৌঁছায় মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল তখন থেকে বন্ধ পাওয়া যায়।