গভীর সমুদ্র থেকে ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে জেলেদের বহনকারী নৌকাটি সীমানার বাহিরে চলে যায়। পরে তাদের একজন ফোন করে জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চায়। খবর পেয়ে শনিবার সকালের দিকে কোস্ট গার্ড তাদেরকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া বিভাগ পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।
কোস্ট গার্ড জানিয়েছে, গত ২৩ এপ্রিল এফভি ‘সজীব-১’ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা হয়। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করেন। এসময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা।
তারা আরও জানায়, খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীনের নেতৃত্বে তৎক্ষণাৎ সমুদ্রে উদ্ধার অভিযানে নেমে পড়ে। অভিযান চলাকালীন শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোট দেখতে পাওয়া যায়। পরে সেটির কাছে গিয়ে ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেয়া হয়।
নৌকাটি উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।