চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দিনগত রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় এসকেএম জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩০ মিনিট ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি। ট্রেন আসার আগেই লরিটি উঠে যায় রেললাইনে। এরপর ট্রেনের প্রচণ্ড ধাক্কায় লরিটি দুমড়েমুচড়ে পাশে ছিটকে পড়ে। প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়