বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে তারেক রহমানের নেতৃত্বে, ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে গণ-অভ্যুত্থান সৃষ্টি করে আমরা একুশের চেতনা বাস্তবায়ন করব। দুর্ভাগ্য, আমাদের আজকে এমন একটি সরকার জনগণের ওপর চেপে বসে আছে, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। গতকাল সোমবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি ও শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ভোর ৬টায় বলাকা সিনেমা হলের কাছে বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে প্রভাতফেরি সহকারে প্রথমে আজিমপুরে কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। সেখান থেকে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনারে আসেন।