গণফোরামের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন ড. কামাল হোসেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মফিজুল ইসলাম খান কামালকে। তবে ড. কামাল হোসেন ইমেরিটাস সভাপতি হিসেবে দলটির সঙ্গে থাকবেন। শুক্রবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নেতা মোস্তাক আহমেদ।
তিনি বলেন, স্বাস্থ্যগত কারণেই এ পদ থেকে অব্যাহতি নিয়েছেন ড. কামাল হোসেন। এমিরেটাস সভাপতি হিসেবে তিনি দলের সব কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত থাকবেন। এর আগে একই দিনে, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে ড. কামাল হোসেন স্বাস্থ্যগত কারণে অব্যহতি নেয়ার ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিচ্ছি।