খুলনা মেডিকেলে করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (০৮ জুন) সারাদিনে সাত জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জনেরই বয়স ৭০ বছরের বেশি। এরা হলেন- বাগেরহাটের আব্দুল হাই শিকদার (৮০), কয়রার আয়জান বেগম (৭৫), ফুলতলার আব্দুল মালেক (৭৫), যশোরের কাজী সাইদুর রহমান (৭৪), বাগেরহাটের দরবেশ আলী (৭২), মোড়লগঞ্জের সেলিম জমাদার (৬৫) ও ফুলতলার তুষার কান্তি (৫৮)।
এই দিন সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এই হাসপাতালের পিসিআর ল্যাবে এই দিনে নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই দিন মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার রয়েছেন ৩৯, বাগেরহাট থেকে আসা রোগীদের ২৬ জন, যশোরের ২ জন, পিরোজপুরের ২ জন, গোপালগঞ্জ ও ঝিনাইদহ থেকে যাওয়া ১ জন রোগী রয়েছেন।
গত রাত পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি ছিলেন ১২৯ জন করোনা রোগী। যাদের মধ্যে ২০ জন আইসিইউতে এবং ১৯ জনএইচডিইউতে রয়েছেন। এর বাইরে ৬৩ জনকে রেড জোনে এবং ২৮ জন ইয়োলো জোনে রাখা হয়েছে।