মামলা বিচারাধীন থাকার কারণে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপরে তিনি হাইকোর্টে এ কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তির উপায় জানিয়ে বলেন, তার মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা ছাড়া কোনো বিকল্প পথ নেই।
তবে খালোদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার চাইলেই তাকে স্থায়ী জামিন দিতে পারেন। এক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে তার ভাই শামীম এস্কান্দর বিএনপি চেয়ারপারসনের শর্তহীন মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। উল্লেখ্য, দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি করাগারে যান খালেদা জিয়া। গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান তিনি।