খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই দলের অর্ধশতাধিক সাংবাদিকসহ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পৌরসভায় কার্যালয় হামলা, বেশ কয়েকটি মোটরসাইল ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে সকাল থেকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করে বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য অওয়ামী লীগের নেতা-কর্মীরা নারকেল বাগান এলাকার দলীয় কার্যালয়ে জড়ো হন। আওয়ামী লীগের শান্তি উন্নয়ন শোভাযাত্রা করে ভাঙ্গাব্রীজ এলাকায় গেলে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই দল সংঘর্ষ জড়িয়ে পড়ে।
বিএনপির নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের অফিসে হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নরুল আজমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হন। এরপর শহরে শাপলা চত্বর থেকে ভাঙ্গাব্রীজ এলাকা পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষ চলতে থাকে। এতে দুই দলের অর্ধশতাধিক সাংবাদিকসহ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে যানবাহন চলাচল ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়িরা।
এই বিষয়ে কথা বলতে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিফুল রহমানকে তিনবার মুটোফোনে চেষ্টা করে পাওয়া যায়নি।