ইউরোপের শীর্ষ লিগগুলোয় যে কীর্তি নেই আর কারো, সেটাই গড়ে বসেছে বায়ার্ন মিউনিখ। টানা দশটি লিগ শিরোপা নিশ্চিত করেছে ব্যাভারিয়ানরা। সেটাও নিশ্চিত হয়েছে জার্মান ক্লাসিকো বা ডার ক্লাসিকারে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে।
চার ম্যাচ হাতে রেখে বায়ার্ন দুইয়ে থাকা বরুসিয়ার চেয়ে এগিয়ে ছিল ৯ পয়েন্টে। এই নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় জিতলেই শিরোপার স্বাদ পেয়ে যেত দলটি। রবার্ট লেভান্ডভস্কিরা শেষমেশ সেটা করেই দেখিয়েছেন।
শুরুটা করেছিলেন সের্জ গেনাব্রি। ১৫ মিনিটে এগিয়ে দিয়েছিলেন দলকে। এরপর ৩৪ মিনিটে লেভান্ডভস্কি ব্যবধান বাড়ান। বরুসিয়ার কাজটা কঠিন হয়ে পড়েছিল তখনই। প্রথমার্ধ এই ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে বায়ার্ন।
বিরতির পর সাবেক লিভারপুল মিডফিল্ডার এমরে কানের পেনাল্টিতে ব্যবধান কমিয়ে আশা দেখছিল সফরকারীরা। তবে সময়ের সাথে সাথে সে আশা কেবল ফিকেই হয়েছে। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালার গোলে যে আশার আনুষ্ঠানিক সমাধি ঘটে। আর ৩-১ গোলের জয়ে বায়ার্ন নিশ্চিত করে তাদের লিগ শিরোপা। এর ফলে ২০১২-১৩ থেকে চলতি মৌসুম পর্যন্ত সবকটি লিগ শিরোপা ঘরে তুলেছে দলটি। শীর্ষস্থানীয় ইউরোপীয় লিগগুলোয় যে রেকর্ড নেই আর কারো। তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ব্যাভারিয়ানরা।