ক্রিমিয়ার সেভাস্তপোল শহরে রাশিয়ার নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানান, কৃষ্ণসাগরে মোতায়েন করা রুশ নৌবহরে হামলার উদ্দেশ্যে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা থেকে শুরু করা তৎপতরায় অজ্ঞাত-পরিচয় ড্রোনটি ভূপাতিত হয়।
তিনি আরও জানান, সেভাস্তপোল শহরে আর কোনো হামলার ঘটনা ঘটেনি ও পরিস্থিতি এখন পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।
২০১৪ ক্রিমিয়াকে নিজেদের ভৌগলিক অঞ্চল হিসেবে যুক্ত করে রাশিয়া। এ অঞ্চলের সবচেয়ে বড় শহর হলো সেভাস্তপোল। সম্প্রতি রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা ইউক্রেনের খেরসন প্রদেশে যুদ্ধের তীব্রতা বাড়ার পরপরই ক্রিমিয়ায় রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলার প্রবণতা বাড়ায় ইউক্রেন।
গত মাসের শেষের দিকে পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ বাহিনীর কাছ থেকে খারকিভসহ বিশাল এলাকা পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধক্ষেত্রে এমন পরিণতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক বাহিনীকে সংহতকরণ ও সামরিক নেতৃত্বে রদবদল আনতে প্রভাবিত করে।
গত মাসে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী কার্চ সেতুতে ভয়াবহ বিস্ফোরণের দায় পুরোপুরি কিয়েভের ওপর চাপায় মস্কো। তবে এ ঘটনায় কিয়েভ তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে।
ওই ঘটনার পর থেকেই রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান ও ড্রোন হামলা শুরু করে। রাশিয়ার এমন হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশেরও বেশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।