আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল তারা।
মঙ্গলবার (৫ জুলাই) পাপুয়া নিউগিনির বিপক্ষে বাছাইয়ের ম্যাচে রোমাঞ্চকর জয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইন্দোনেশিয়ান নারীরা।
১৮ বছর বয়সী বোলার আইয়ু কুর্নিয়ার্তিনি শেষ ওভারে বল করেন, যখন প্রতিপক্ষের দরকার ছিল ২ রান। প্রথম দুই বলেই পাপুয়া নিউগিনির শেষ দুটি উইকেট তুলে নেন এবং যেকোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
ইন্দোনেশিয়ান অধিনায়ক ভেসিকারাত্না দেবি বলেন, আমি খুব খুশি এবং দল নিয়ে খুব গর্বিত। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমরা এই জায়গায় পৌঁছাব। বিশ্বকাপে আমাদের সাফল্য দিয়ে গোটা ইন্দোনেশিয়াকে গর্বিত করতে বদ্ধপরিকর আমরা।
আগে ব্যাট করে ইন্দোনেশিয়া ৮ উইকেটে ৮৯ রান করে। জবাবে ১৯.২ ওভারে ৮৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।