যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় রোববার (০৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভোরে লোকজনে পরিপূর্ণ স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বারে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এরপর লোকজন ভয়ে রাস্তায় নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় পুলিশ। এ ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে হতাহত ব্যক্তিদের উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্যাক্রাম্যান্টো পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি বজায় থাকবে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে সেখানকার রেস্তোরাঁ, বার এবং অন্যান্য জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।