অভিনেত্রী মণীষা কৈরালা ক্যানসার নিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন । জীবনের কঠিন সময় ও কষ্টের দিনের কথা মনে করলেন তিনি। রোববার (৭ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মণীষা জানান কেমন ছিল সেই সময়।
মণীষা ২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন। তারপর দীর্ঘ চিকিৎসা। কেমো থেরাপির পরও নিজেকে একবিন্দু ভেঙে যেতে দেননি তিনি। মনের জোর ছিল সাংঘাতিক। ছবি শেয়ার করেই জানান কেমন ছিল তখন পরিস্থিতি। নাকে মুখে নল, কোঁচকানো চামড়া, মাথায় চুল নেই, তারপরেও মুখে অমলিন হাসি আর দৃঢ়তা বিদ্যমান। ওষুধ পথ্য এবং থেরাপির দুনিয়ায় নিজেকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেন তিনি। ২০১৩ সালে ক্যানসারকে হারিয়ে জীবনকে জয় করেই ফিরে আসেন।
অনুরাগীদের সঙ্গে আশার আলো দেখিয়ে অনুরোধ করেন । বারবার বলেন, সচেতনতা ছড়িয়ে দিতে হবে। যারা ক্যানসারে আক্রান্ত, তাদের উদ্দেশে আশায় ভরা গল্প শোনাতে হবে, তাদের মনের দিক থেকে শক্ত হতে শেখাতে হবে। নিজেরাও ভেঙে পড়বেন না, তাদেরও স্টেডি রাখতে হবে। বিশ্বের সব মানবের প্রতি সদয় হতে হবে। এমনকি সবার সুস্থতা এবং মঙ্গল কামনাও করেন তিনি।
যদিওবা ক্যানসার চিকিৎসার ধাপের ওপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা। তারপরও আশা রাখতে কিন্তু একেবারেই কোনো ক্ষতি নেই। বরং হেরে গেলে সবকিছুই ভেস্তে যাবে। মণীষা পর্দায় মনোরঞ্জন করতে ফিরে আসেন পাঁচ বছর পর। লাস্ট স্টোরিজ থেকে সঞ্জু এবং নানা সিনেমায় পারদর্শিতার সঙ্গে অভিনয় করছেন।