আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না। বিরাট কোহলি এবং রোহিত শর্মা- ভারতীয় ক্রিকেটের বড় এই দুই তারকার মুখোমুখি হওয়া ম্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্ক। এসবই সেই ম্যাচের ভাইরাল হওয়া টসের সময়ের ভিডিও নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ম্যাচের টসের ভিডিও দিয়ে দর্শকরা অভিযোগ করেছেন যে, টস টেম্পারিং করা হয়েছে। সেই ম্যাচে টসে জিতেছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে অন্য চিত্র দেখা গেছে বলেই অভিযোগ করছেন ক্রিকেটপ্রেমীরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টসের জন্য কয়েন নিক্ষেপ করেন পান্ডিয়া। আর টেইলস ডাকেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। এরপর মাটি থেকে কয়েন তুলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। তবে কয়েন তোলার সময় কয়েন উলটে ফেলেন তিনি। এই ঘটনাকেই টস টেম্পারিং বলছেন দর্শকরা।
এদিকে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি সেদিন জিতে নিয়েছে মুম্বাই। আগে ব্যাট করে সেদিন ব্যাট হাতে ১৯৬ রান সংগ্রহ করেছিল কোহলির ব্যাঙ্গালুরু। পরে ব্যাট হাতে দাপট দেখিয়েছে মুম্বাইও। ইশান কিষাণের পর ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সূর্যকুমার যাদব। এ দুজনের ঝড়ো ইনিংসেই ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় মুম্বাই।