১৭৮ রানের এই লক্ষ্যকেই কেমন মামুলি বানিয়ে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাড্ডিকেল ও বিরাট কোহলি। রাজস্থান রয়্যালস বোলারদের নিয়ে রীতিমতো ‘ছেলেখেলা’ করে তারা জয় পেয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর সামনে ১৭৮ রানের লক্ষ্য দেয় রাজস্থান। এই লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন বেঙ্গালুরুর দুই ওপেনার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন দুজনই।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ২২ বছর বয়সী দেবদূত পাড্ডিকেল। ৫২ বলে তার ১০১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১ চার ও ৬ ছক্কার মারে। তার সঙ্গে অপরাজিত থাকা কোহলির ব্যাট থেকে ৭২ রান আসে মাত্র ৪৭ বল থেকে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রাজস্থানের হয়ে ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। দলীয় ১৪ রানে ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরত যান জস বাটলার। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন তিনি। আরেক ওপেনার মানান ভোড়াও আউট হয়ে যান দ্রুতই।
কাইল জেমিনসনের বলে রিচার্ডসনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৯ বলে ৭ রান করেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস লম্বা করতে পারেননি রাজস্থান অধিনায়ক স্যামসান। ২ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২১ রান করে আউট হয়ে যান তিনি।
কোনো রান না করে আউট হয়ে যান ডেভিড মিলারও। এরপর রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে বিপদ সামলান শিভাম দুবে। ৪ চারে ১৬ বলে ২৫ রান করেন পরাগ। আর ৩২ বলে ৪৬ রান আসে দুভের ব্যাট থেকে। শেষদিকে ৪ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাহুল তেওয়াতিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানে থামে রাজস্থানের ইনিংস।