কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হলো। গত দুই বছর ধরে ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া তাদের ঘাম ছুটিয়েছে। শেষ পর্যন্ত এই আসরে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজের একমাত্র গোল গড়ে দিয়েছে পার্থক্য। তার গোলে ১-০ গোলে জিতে কোপার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
আর প্রথম দক্ষিণ আমেরিকান ও বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর ট্রফি জিতলো তারা, যে কীর্তি সবার আগে গড়েছিল স্পেন। আর উরুগুয়েকে পেছনে ফেলে কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম ট্রফি হাতে নিলো আলবিসেলেস্তেরা।
এদিকে রেকর্ড শিরোপা ঘরে তুলে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে মেসি-ডি মারিয়া। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৮ কোটি টাকার কিছু বেশি।
এবারের আসরে মোট ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ধরেছিল কনমেবল। তৃতীয় স্থান অধিকারী উরুগুয়ে পেয়েছে ৫ মিলিয়ন, আর চতুর্থ স্থান অর্জনকারী কানাডা পেয়েছে ৪ মিলিয়ন ডলার।
এছাড়া প্রতি কোয়ার্টার ফাইনালিস্ট অতিরিক্ত ১ দশমিক ৫ মিলিয়ন করে পেয়েছে। অংশ নেওয়া ১০ দলের প্রতিটিই অংশগ্রহণের জন্য পাচ্ছে ২০ লাখ ডলার করে।
এদিকে ফাইনালে হেরে যাওয়া কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ৮২ কোটি টাকার বেশি। এ ছাড়া ব্যক্তিগতভাবেও দুদলের খেলোয়াড়রা জিতেছেন পুরস্কার।