চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। ফলে এ বছর ফেলের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে।
এ বছর এসএসসি পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ফেল করেছেন ২ লাখ ৫০ হাজার ৫১৮ জন।
সকল বোর্ড মিলে ফেলের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন৷
>> বিভাগভিত্তিক ফেলের তথ্য
ঢাকা বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ৩৯ হাজার ২৭৩ জন শিক্ষার্থী। ফেলের হার ৯ দশমিক ৯৭ শতাংশ।
রাজশাহী বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ২৭ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী। ফেলের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
কুমিল্লা বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ১৬ হাজার ২৯১ জন শিক্ষার্থী। ফেলের হার ৮ দশমিক ৭২ শতাংশ।
যশোর বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ৮ হাজার ১৮৭ জন শিক্ষার্থী। ফেলের হার ৪ দশমিক ৮৩ শতাংশ।
চট্টগ্রাম বোর্ড
এ শিক্ষা বোর্ডে ফেল করেছেন ১৮ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। ফেলের হার ১২ দশমিক ৪৭ শতাংশ।
বরিশাল বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। ফেলের হার ১০ দশমিক ৩৯ শতাংশ।
সিলেট বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ২৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। ফেলের হার ২১ দশমিক ১৮ শতাংশ।
দিনাজপুর বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ৩২ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। ফেলের হার ১৮ দশমিক ৮৪ শতাংশ।
ময়মনসিংহ বোর্ড
এ বোর্ডে ফেল করেছেন ১২ হাজার ৭০ জন শিক্ষার্থী। ফেলের হার ১০ দশমিক ৯৮ শতাংশ।
এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ফেল করেছেন ১ লাখ ৮৯ হাজার ৮৬ জন। গড় ফেলের হার ১১ দশমিক ৯ শতাংশ।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল করেছেন ৪৬ হাজার ২৪৯ জন। এ বোর্ডে ফেলের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ৷
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ফেল করেছেন ১৫ হাজার ১৮৩ জন শিক্ষার্থী। এ বোর্ডে ফেলের হার ১০ দশমিক ৪৫ শতাংশ।
এ বছর সকল বোর্ডে ২ লাখ ৫০ হাজার ৫১৮ জন শিক্ষার্থী ফেল করেছেন। সকল বোর্ড মিলে ফেলের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ।