মাঠের লড়াইয়ে ক্রিকেট যেমন জনপ্রিয় হচ্ছে, তেমনি কৌশলে পরিবর্তন আনছেন খেলোয়াড়রা। ব্যাটসম্যানদের কথা যদি বলা হয়, সেখানে নির্দিষ্টি একটি শটে বাজিমাত করেছেন অনেকেই। তিলকরত্নে দিলশানের দিলস্কুপ কিংবা বীরেন্দ্র শেওয়াগ আপার কাট আলাদা মাত্র যোগ করেছে ক্রিকেটে।
এর বাইরে ক্রিকেটের দর্শনীয় যে শটগুলো আছে, সেখানে নির্দিষ্ট একটি শট নিজের ট্রেডমার্ক বানিয়েছেন অনেক ব্যাটসম্যান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, কোন শটে কোন ব্যাটসম্যান পারদর্শী। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর দ্য থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটার নামক অনুষ্ঠানে মোট ৮ টি শটের প্রশ্নে ৮ জন ভিন্ন ব্যাটসম্যানের নাম বলেছেন সাকিব।
পুল: অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে বেছে নিয়েছেন সাকিব।
কাভার ড্রাইভ: সাকিবের চোখে কাভার ড্রাইভে এগিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
স্ট্রেইট ড্রাইভ: সাকিব মনে করেন শচীন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ অন্যতম সেরা।
কাট: পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সাঈদ আনোয়ারকে বেছে নিয়েছেন সাকিব।
স্কুপ: সাকিব মনে করে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার স্কুপের রাজা।
ডাউন দ্য গ্রাউন্ডে ছক্কা: ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে বেছে নিয়েছেন সাকিব।
সুইপ: সাকিব বলেন, এখন আমার মনে হয় জো রুট সুইপ শট খুবই ভালো খেলা শুরু করেছে।
রিভার্স সুইপ: সাকিবের মতে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান সব থেকে ভালো রিভার্স সুইপ খেলেন।