সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীর হদিসও মিলছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। গত চারদিন ধরে ত্ব-হা মুহাম্মদ আদনানে না পেয়ে উদ্বিগ্ন তার পরিবার। ত্ব-হার মা আজেদা বেগম জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৬ মিনিটে ছেলের সঙ্গে তার স্ত্রীর ফোনে শেষ কথা হয়। ওই সম য়ঢাকার গাবতলীতে আছেন বলে স্ত্রীকে জানান ত্ব-হা। এরপর থেকেই নিখোঁজ তার ছেলে আদনান।
আজেদা বেগমের অভিযোগ, ছেলেকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও হস্তক্ষেপ চেয়েও পাচ্ছেন না তারা। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোন থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার।
এ বিষয়ে আদনানের স্ত্রী সাবেকুন নাহার অভিযোগ করে বলেছেন, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব? মামলা করব কী, কেউ তো জিডিই নিতে রাজি হচ্ছে না। দারুস সালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা নেয়নি। থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোনো থানাই দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ স্বীকার করেছেন যে কোন সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেননি তারা। এদিকে জানা গেছে রংপুর সদর থানায় একটি জিডি হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে। ৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। আদনানের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।