কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে, ক্লাস-পরীক্ষা বর্জনসহ কর্মসূচি ঘোষণা করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।
একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজের সাথে একাত্মতা প্রকাশ করে বশেমুরবিপ্রবিতেও কোটা সংস্কারের আগ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।