২০০০ সাল থেকেই যারা বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেন, তাদের কাছে একসময় চোখের মণি ছিলেন মোহাম্মদ আশরাফুল। যার ব্যাটিং শৈলী মুগ্ধ করেছে দেশ-বিদেশের বহু ক্রিকেট ভক্তকে, যার আক্রমণাত্মক ব্যাটিং দেখে বাংলাদেশ দল নিজেদের তুলনায় অনেক শক্তিশালী দলের বিপক্ষেও জয়ের স্বপ্ন দেখত। যিনি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে নতুন রূপে পরিচয় করিয়েছেন। অতি কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে তিনি দেশের ক্রিকেটপ্রেমীদের মনে আশার আলো জ্বালিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত, ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার কারণে তাকে ক্রিকেট থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা ছিল এবং আশরাফুলের উজ্জ্বল ক্যারিয়ারের অন্তিম অধ্যায় ছিল অন্ধকারে মোড়া। ক্রিকেটের জীবন শেষে কোচিং ক্যারিয়ারে যাবার কথা বেশ কয়েকবারই প্রকাশ্যে জানিয়েছেন এই লিটেল মাস্টার।
এবার সেই কোচিং স্বপ্ন পূরনে নিজেকে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। তারই ধারাবাহিকতায় টাইগার এই ব্যাটার আইসিসির লেভেল ৩ কোচ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই বিষয়টি জানিয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির লেভেল ৩ কোচ হওয়া নিয়ে আশরাফুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে উত্সুক। ইন শা আল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
মোহাম্মদ আশরাফুল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৬১ ম্যাচে ৬টি শতক ও ৮টি অর্ধশতকসহ ২৪ গড়ে ২৭৩৭ রান করেছেন এবং ওডিআই ক্রিকেটে ৩টি শতক ও ২০টি অর্ধশতকের বিনিময়ে ২২.০৯ গড়ে ৩৪৬৮ রান করেন। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে করেন মাত্র ৪৫০ রান।