আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছিল বিএনপিসহ সমমনা দলগুলো। রোববার (১৯ নভেম্বর) বিএনপি ঘোষিত ওই কর্মসূচির প্রথম দিন। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাস ও ট্রেনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রোববার ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়। আগের রাতে জামালপুরের সরিষাবাড়ীতে একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা এবং জয়পুরহাটে অন্তত পাঁচটি বাসে আগুন এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল নিক্ষেপ করা হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সকাল থেকে ঢাকার রাস্তায় যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। ফলে গণপরিবহন সংকটে দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামী সাধারণ মানুষকে।
রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, গ্রিনরোড, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, লালমাটিয়া, মহাখালী, বনানী ও গুলশানসহ বিভিন্ন সড়কে সীমিত সংখ্যক বাস, ট্রাক, পিকআপ ভ্যান এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
প্রয়োজনের তুলনায় কম গণপরিবহনে অফিসগামীদের বিপাকে পড়তে হয়েছে। এছাড়া দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে।
অন্যদিকে রাজধানী থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সায়েদাবাস, মহাখালী ও কল্যাণপুর বাসস্টেশন থেকে কোনো জেলার বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
জামালপুরে ট্রেনে আগুন
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে— শনিবার দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির ৩ বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কর্মকর্তারা বলছেন, ট্রেনটি সরিষাবাড়ী রেলস্টেশনে ইঞ্জিন বন্ধ অবস্থায় দাঁড়িয়ে ছিল। রাত দেড়টার দিকে ট্রেনে অগ্নিসংযোগ হয়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
এর আগে বিএনপির পঞ্চম দফা অবরোধ চলাকালে গত বুধবার রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
ঢাকা, কুমিল্লা এবং জয়পুরহাটে অন্তত পাঁচটি বাসে অগ্নিসংযোগের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে ঢাকার ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে এবং মিরপুরের কালশীতে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। প্রায় একই সময়ে কুমিল্লা সদর উপজেলায় আরও একটি বাসে আগুন দেওয়া হয়।
এছাড়া শনিবার রাত ৯টার দিকে ঢাকার গুলিস্তান এবং জয়পুরহাট জেলায় দুটি বাসে আগুন দেওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সিএনজি চালিত অটোরিকশায় আগুন
রাজধানীর পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ওই ককটেল বিস্ফোরণ ঘটলে অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
হরতাল কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বিজিবি, র্যাব ও আনসার-ভিডিপি বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, হরতাল কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
র্যাবের মিডিয়া বিভাগ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।
অপরদিকে আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ ও ২০ নভেম্বর রেল, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহায়তার জন্য আনসার ও ভিডিপির ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
তফসিল ঘোষণায় বিএনপির প্রতিক্রিয়া
গেল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগে স্বস্তি দেখা গেলেও নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে বিএনপিতে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিএনপির কেউ কেউ মনে করছেন তফসিল ঘোষণা হলেও বৈশ্বিক চাপে সরকারকে নির্বাচনের আগেই একটি সমঝোতায় আসতে হবে।
একই দিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেন। পরদিন ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করে বিএনপি।
উল্লেখ্য, গেল ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দিয়েছিল দলটি। এরপর থেকে পাঁচ দফায় ১০ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো।