শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লি নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ফলে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন ও টাইমস অব ইন্ডিয়া।
এদিন ভোটগণনার শুরু থেকেই পিছিয়ে পড়েন এএপি নেতা কেজরিওয়াল। গণনা শুরুর ৪০ মিনিট পরের পরিসংখ্যানে দেখা গেছে, আপ ২০টি আসনে এগিয়ে, ২৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান বাড়তে থাকে। ৭০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ৩৬ আসন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিজেপি ৪৮ আসনে এগিয়ে, এএপি ২২ আসনে এবং কোনো আসন পাচ্ছে না কংগ্রেস। ফলে বড় ধরনের জয় পেতে যাচ্ছে বিজেপি।
এদিকে, দিল্লির বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকার খবরে দুপুর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে বিজয়োল্লাস শুরু করে বিজেপির নেতাকর্মীরা।