বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খান জাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এ মামলা করেন কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার মো. আহসান হাবিব।
তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
এদিকে বুধবার রাতে কুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও মামলা দায়েরের বিষয়টি জানানো হয়েছে। কুয়েটের তথ্য ও প্রকাশনা দফতরের জনসংযোগ (অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে, ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবি পূরণ না হওয়ায় আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা।