বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা গাছের পরিত্যাক্ত শেকড়, গুঁড়ি বা কাঠ দিয়ে চাঁদপুরের শাহরাস্তির শিল্পী সমীরণ দত্ত সৃষ্টি করছেন দৃষ্টিনন্দন সব শিল্প। শুধু মনের তাগিদেই এমন কাজ করেন তিনি। তার শিল্পসংগ্রহ দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে দর্শনার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে একটি পোশাক কারখানায় হিসাবরক্ষক পদে যোগ দেন। একদিন রাস্তায় কুড়িয়ে পাওয়া কাঠখণ্ড দিয়ে তৈরি করেন বিশেষ অবয়ব। এরপর থেকেই পরিত্যক্ত কাঠ, গাছের শেকড় দিয়ে বিভিন্ন শিল্পকর্ম বানান সমীরণ। সমীরণ জানান, শিল্পচর্চাকে জীবিকা হিসেবে নেয়ার পরিস্থিতি এখনও এদেশে আসেনি। তবে মনের আনন্দের জন্যই এই কাজ করছেন তিনি।
পরিত্যক্ত এসব সামগ্রী দিয়ে ভাড়া জমিতে সাজিয়েছেন তার শিল্পকর্ম। তার সংগ্রহশালার নাম দিয়েছেন ‘মন বাগান’। সেখানে সাধারণের প্রবেশ মূল্য ১০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫ টাকা লাগলেও মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণরা আসতে পারেন বিনামূল্যে। যদিও স্থানীয়ভাবে এসব শিল্পকর্মের বাজার গড়ে ওঠেনি। তবে সমীরণের বিশেষ শিল্পকর্ম দেখতে প্রতিদিনই এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানালেন, সমীরণের ব্যতিক্রমী এই শিল্প উদ্যোগের পাশে আছেন তারা। আর শিল্পের সহযোগিতার অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান তার।