কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকিতে কাজে নেমে আব্দুল হান্নান (৩০) ও শাকিল(২৫) নামে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ১২টায় সদর উপজেলার হরিনারায়নপুর বাজার এলকার বাসিন্দা আবু বক্কারের বাড়িতে এই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মহদেহ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। মৃত শ্রমিকদ্বয় হলেন- সদর উপজেলার পূর্ব আব্দালপুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে আব্দুল হান্নান(৩০) এবং একই গ্রামের পবন আলীর ছেলে শাকিল(২৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মান শ্রমিক হান্নান ও সহকারী শাকিল সেপটিক ট্যাংকির মধ্যে মেরামতের কাজে নামে। প্রথমে হান্নান ট্যাংকির মধ্যে নেমে পরিষ্কার করতে থাকে। এসময় সহকারী শাকিলকে সিমেন্ট/বালি প্রস্তত করে আনতে বলে হান্নান। সহকারী শাকিল সিমেন্ট/বালির মিশ্রন নিয়ে ট্যাংকির উপর থেকে হান্নানকে ডাকে সেগুলি ধরে নেয়ার জন্য, কিন্তু হান্নানের কোন সাড়া না পেয়ে শাকিলও ট্যাংকির মধ্যে নেমে হান্নানকে জ্ঞানশুন্য দেখে তাকে উদ্ধারের চেষ্টা করতে থাকে। পরে আশপাশের লোকজন ট্যাংকির মধ্যে নামা শ্রমিকদের কোন সাড়া না পেয়ে কাছে এসে দেখতে পায় দুই শ্রমিকই ট্যাংকির মধ্যে পড়ে আছে। এসময় নিকটস্থ হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে স্থানীয়েেদর সাহায্যে দুই শ্রমিককে উদ্ধার করে স্থানীয় জনসেবা ক্লিনিকের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন বলে নিশ্চিত করেন হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক নৃপেন কুমার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুস্তাফিজুর রহমান রতন জানান, হরিনরায়নপুর বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের বাড়িতে সেপটিক ট্যাংকির মধ্যে কাজ করতে গিয়ে হান্নান ও শাকিল নামে দুই শ্রমিকের মৃত্যু ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।