কুষ্টিযার দৌলতপুর থানার আব্দুল খান (৫৫) নামে এক কৃষক হত্যা দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান(৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান(৪২) ও সহদর আরিফ খান(৩৭), ইনছার খানের ছেলে শফি খান(৪৩) এবং সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল হক (৩৬)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯জুন রাত্রী ২টার সময় দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খান ঘুমন্তাবস্থায় থাকাকালীন পূর্ব শত্রæতার জের ধরে আসামীরা সংঘবদ্ধ হয়ে ঘরে প্ররেশ করে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হযে দৌলতপুর থানায় উল্লেখিত ৫আসামীর বিরুদ্ধে নামোল্লেখসহ হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর এজাহার নামীয় আসামীদের রিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দ:বি ১৪৩/৪৪৮/৩০২/৩৪ ধারায় অভিযোগ পত্র আদালতে দাখিল করেন দৌলতপুর থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক নারায়ন চন্দ্র ঘোষ। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকান্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় একই পরিবারের দ্ইু ভাইসহ ৫ আসামীর যাবজ্জাীবন কারাদÐাদেশ দিয়েছেন। রায় ঘোষনার সময় দÐপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।