কুমিল্লা-৭ সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে। শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৭ই অক্টোবর ওই আসনে উপনির্বাচন হবে। কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চান্দিনার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন আলী আশরাফ। সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
১০ উপজেলা-পৌরসভায় প্রার্থী নির্ধারণ: ওদিকে নয়টি উপজেলা ও একটি পৌরসভায় উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।