কুমিল্লার মনোহরগঞ্জ থেকে অপহরণের ১৬ দিন পর মুন্সিগঞ্জ থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রী (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওমর ফারুক নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকা থেকে ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে একই উপজেলার সাইকচাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে পারভেজ আলম (১৯) প্রতিনিয়ত প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করত। সে রাজি না হওয়ায় গত ১ মে ভিকটিম ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় পারভেজ ও তার সহযোগীরা।
পরে ৯ মে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় পারভেজসহ চারজনের নামে অপহরণের মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বুধবার (১৫ মে) পারভেজের ভাই ওমর ফারুককে গ্রেপ্তার করে। ফারুকের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকা থেকে ভিকটিম ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধারের পর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করার পর তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ফারুককে জেল হাজতে পাঠানো হয়েছে। পারভেজসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।