সম্প্রতি শহর ভেসে গেছে মেহেদী নামের এক যুবকের আহাজারিতে। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই তার। তাই নিজের কিডনি বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে চান তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগাচ্ছেন মেহেদী। তাতে লেখা আছে, ‘মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চাই।’
নেটিজেনরা বেশ সহানুভূতি দেখাচ্ছেন মেহেদীর প্রতি। বিষয়টি নজরে আসার পর মেহেদীর পাশে দাঁড়ালেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। নিজের সেচ্ছাসেবী সংগঠন ‘সাপোর্ট’র মাধ্যমে মেহেদীর মায়ের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এ নায়ক।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘ছেলেটির এই নিউজটা যতবার দেখেছি ততবার চোখে পানি এসেছে। মা হারানোর কষ্ট আমি বুঝি। তাই সিদ্ধান্ত নেই পাশে দাঁড়ানোর। মেহেদীর মায়ের জন্য আর কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। আমাকে দেখে, আমার মা নেই শুনে তার মা বললেন, তুমি আমার এক সন্তান। মায়ের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’
জায়েদ খান বর্তমানে বেশিরভাগ সময় কাটান পিরোজপুরে। সেখানে গড়ে তুলেছেন ‘সাপোর্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর মাধ্যমে বিভিন্ন জনকল্যাণকর কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন জায়েদ।