দেড় শতাধিক ঢাকাই সিনেমার অভিনেতা শাহীন আলমের শারীরিক অবস্থা গুরুতর। বর্তমানে তিনি কিডনিজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।
সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম। তিনি বলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাঁর জ্বর আসে। আর শনিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি।’
অভিনেতার ছেলে আরও জানিয়েছেন, ‘হাসপাতালে অনেক খরচ হচ্ছে প্রতিদিন। আমাদের এত সামর্থ্য নেই। আমরা প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি।’
মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু করেন শাহীন আলম। ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’, যেটি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।