শিরোপা প্রত্যাশী দল বসুন্ধরা কিংস নারী ফুটবল লিগে জয় অব্যাহত রেখেছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কিংস ৯-০ গোলে কুমিল্লা ইউনাইটেড ক্লাবকে উড়িয়ে দিয়েছে। জয়ী দলের হয়ে শামসুন্নাহার জুনিয়র হ্যাটট্রিক করেন।
জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার দুটি করে গোল করেন। ঋতুপর্ণা ও তহুরা একটি করে গোল করেন। এই বড় জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।
দিনের প্রথম ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমী ২-২ গোলে এফসি ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ড্র করে। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। নাসরিনের স্বপ্না আক্তার ৪৯ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন। এর চার মিনিট পর কুরসিয়া জান্নাত ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে মুনমুন আক্তারের গোলে ম্যাচে ফেরে ব্রাহ্মণবাড়িয়া। চতুর্থ রেফারি ইনজুরি সময় দেখান আট মিনিট। ম্যাচের শেষ মিনিটে মুন্নি আক্তারের গোলে হার এড়ায় ব্রাহ্মণবাড়িয়া। আগামীকাল ও পরশু নারী ফুটবল লিগের ম্যাচ নেই।
আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় লেগের খেলা শুরু হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাব ২-০ গোলে উত্তরা ফুটবল ক্লাবকে হারায়। ৪৩ মিনিটে মাহমুদুল ও ৪৭ মিনিটে ফুয়াদ একটি করে গোল করেন।