কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. সুজন (৩৬)। বাড়ি শরিয়তপুরের পালং থানার চিকন্দী এলাকায়।
রোববার (১৮ ডিসেম্বর) বিকালে তিনি মারা যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাজতি সুজন। পরে তাকে কারা অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানায় মাদক দ্রব্য আইনে করা মামলার (নং-১১(২)২০১৮) আসামি তিনি। ২০১৮ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।