বাগেরহাট কারাগারে এক মাস ছয় দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন ৩১ ভারতীয় জেলে। শনিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে মুক্তি পান তারা।
এ সময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ে প্রতিনিধি প্রভাত মারদা, বাগেরহাট জেল সুপার এস,এম কামরুল হুদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপস্থিত ছিলেন। পরে তারা মুক্তি পাওয়া জেলেদের একটি বাসে মোংলায় পাঠিয়ে দেন। দুপুর ২টার দিকে এ জেলেরা মোংলার ফেরিঘাট এলাকায় এসে তাদের দুটি ট্রলারে ওঠেন।
দীর্ঘদিন পড়ে থাকা এ ট্রলার দুটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও ক্রুটি মেরামতসহ প্রয়োজনীয় জ্বালানি তেল এবং খাবারদাবার নিয়ে রোববার সকালে তারা মোংলা থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাদের সবার বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।
২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে দুটি ট্রলার ও ৩১ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী এবং কোস্টগার্ড।
এর আগে ৩ মাস ৪ দিন কারাভোগ শেষে ৪ অক্টোবর আটটি ট্রলার নিয়ে দেশের উদ্দেশ্যে মোংলা থেকে যাত্রা করে ১৩৫ ভারতীয় জেলে।