ব্রাজিলের নির্বাচনে ধাক্কা খেলেন অতি দক্ষিণপন্থী নেতা জাইর বোলসোনারো। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বামপন্থী নেতা লুলা ডা সিলভা।
ব্রাজিলের গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি লুলা। কারণ সেসময় তিনি জেলে বন্দি ছিলেন। দীর্ঘদিন জেলে কাটানোর পরে বিপুল ভোটে জয়ী হয়ে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট। তিনি এটিকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন। খবর বিবিসির
অক্টোবর মাসে ব্রাজিলের সাধারণ নির্বাচন হয়। সেখানে জয় পাওয়ার বিষয়ে একেবারে নিশ্চিত ছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো ও তার দলের কর্মীরা। সকলেই ধরে নিয়েছিলেন, টানা দ্বিতীয়বার বোলসোনারোর নেতৃত্বে ব্রাজিলে সরকার গঠন হতে চলেছে। তবে সেই ধারণা বাস্তব হয়নি।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫০.৮ শতাংশ ভোট পেয়েছেন লুলা। অল্প ব্যবধানেই পিছিয়ে রয়েছেন জাইর। তার প্রাপ্তি ৪৯.২ শতাংশ ভোট। ইতোমধ্যেই নির্বাচন কমিশন প্রেসিডেন্ট পদে লুলাকে জয়ী ঘোষণা করেছে।
৫২৮ দিন কারাবসের পর বেরিয়ে এসে নির্বাচনে লড়েছিলেন লুলা। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে স্বভাবতই খুব খুশি বামপন্থী নেতা। জয়ের পর ব্রাজিলের জাতীয় পতাকার উপরে হাত রেখে একটি ছবি পোস্ট করেছেন লুলা। ছবির ক্যাপশনে একটিমাত্র শব্দ- গণতন্ত্র।
জয়ের পর প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দিতে গিয়ে লুলা বলেন, দেশে শান্তি ও একতা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে আরও মজবুত করে গড়ে তোলার জন্য কাজ করবেন তিনি।
ব্রাজিলের বর্ষিয়ান এই রাজনীতিবিদ জানিয়েছেন, বর্তমানে তীব্র খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল। সেই সমস্যার মোকাবেলা করতে অবিলম্বে লিঙ্গ বৈষম্য ও জাতিগত ভেদাভেদ দূর করতে হবে।
অ্যামাজনসহ নানা প্রাকৃতিক সম্পদ রক্ষা করতেও বদ্ধপরিকর লুলা।