বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৯ মে) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক নম্বর সদস্য ও বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ইশরাক হোসেন নিম্ন আদালতে আজ আত্মসমর্পণ করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার ১২ মামলায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ ইশরাক হোসেনকে ছয় মাসের আগাম জামিন দেন। আজ জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের সময় বাড়ানোর আবেদন করেন তিনি।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয়। সেসব মামলায় ইশরাক হোসেন আসামি। ২৮ অক্টোবরের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন বিএনপির তরুণ এই নেতা। পরে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে আসেন।