সময়ের দাবী
No Result
View All Result
Tuesday, July 8, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home বর্তমান বিশ্ব

কারচুপি, দমন, দুর্নীতির মাধ্যমে ৩৮ বছর ধরে ক্ষমতায়!

July 22, 2023
in বর্তমান বিশ্ব
Reading Time: 1min read
A A
0
কারচুপি, দমন, দুর্নীতির মাধ্যমে ৩৮ বছর ধরে ক্ষমতায়!
Share on FacebookShare on Twitter

কয়েক বছর আগেই কম্বোডিয়ার শাসক তার রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করতে সবচেয়ে নির্দয় অভিযান চালিয়েছিলেন। প্রধানমন্ত্রী হুন সেনের বিরোধী দলের জনপ্রিয়তা সে সময় বাড়ছিল এবং তার ক্ষমতা হুমকির মুখে পড়ছিল। তিনি তখন আদালতকে ব্যবহার করে বিরোধী দলকে ভেঙ্গে দেন।

বিরোধী দলের নেতাদের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। গ্রেফতার করা হয় অন্য নেতাদের। প্রতিপক্ষকে ধ্বংস করে ছয় মাস পরে নির্বাচন দেন তিনি। ২০১৮ সালের ওই নির্বাচনে কম্বোডিয়ার সংসদের ১২৫টি আসনের সবকটিতেই জয় পায় তার দল।

পাঁচ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কম্বোডিয়ায়। আগামী কাল রোববার হতে যাওয়া নির্বাচনও অনেকটা একতরফা ও ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তিই মনে হচ্ছে ভোটারদের কাছে।

রাজধানী নমপেনের একজন ত্রাণকর্মী এবং ভোটার বলেন, ‘এই নির্বাচন অর্থহীন, কারণ কোনো শক্তিশালী বিরোধী দলই এই নির্বাচনে নেই। এই নির্বাচনে অংশ নেয়া কোনো দলই নেই যে সংসদে গিয়ে জনগণের কথা বলবে, তাই মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো আলোচনাই নেই।’

বর্তমানে ৭০ বছর বয়সী হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করছেন। এক সময় খেমার রুজ কর্মকর্তা হিসেবে কাজ করলেও পরে ভিয়েতনামের সাথে যোগ দিয়েছিলেন তিনি। ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতা ধরে রাখা হুন সেন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তিনি কম্বোডিয়ার একক ক্ষমতাধর হয়ে উঠেছেন। দীর্ঘ সময় ধরে তার রাজনৈতিক বিরোধীদের কারাগারে পাঠিয়ে, নির্বাসিত করে বা তাদের সাথে আঁতাত করে ক্ষমতার শীর্ষে নিজের অবস্থান অক্ষুন্ন রেখেছেন।

কম্বোডিয়ায় ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত খেমার রুজের শাসন চলাকালীন সময়ে ভয়াবহ সহিংসতার শিকার হয় সাধারণ মানুষ। সেসময় কাম্পুচিয়া নামে পরিচিত ওই জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ২০ লাখ মানুষকে হত্যা করা হয়। কম্বোডিয়ার মোট জনগোষ্ঠীর প্রায় ২৫ ভাগ তখন মারা গিয়েছিল।

নব্বইয়ের দশকে জাতিসংঘ কম্বোডিয়াকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বর্তমানে এটি আসলে একটি একতান্ত্রিক, একদলীয় দেশে পরিণত হয়েছে। আর প্রধানমন্ত্রী হুন সেন কোনো হিসেবেই স্বৈরশাসকের চেয়ে কম না।

এশিয়ার দরিদ্রতম দেশগুলোর একটি কম্বোডিয়া। জ্বালানির উচ্চমূল্য আর স্থির মজুরি এখানকার মানুষের মূল সমস্যা। এখানে দুর্নীতি প্রায় মহামারি আকারে ছড়িয়ে গেছে, জনগণের কাছে জবাবদিহিতা নেই বললেই চলে। তার ওপর জমি দখল আর অপরাধের মাত্রা বাড়তে থাকায় মানুষের জীবন অসহনীয় পর্যায়ে চলে গেছে।

তবে জীবন নিয়ে এত অনিশ্চয়তা থাকলেও কম্বোডিয়ার সবাই জানে যে রোববারের ভোটে কম্বোডিয়ান পলিটিকাল পার্টি (সিপিপি) আবারো জিতবে।

কে এই হুন সেন
হুন সেনের জন্ম ১৯৫২ সালে এক কৃষক পরিবারে। নমপেনে বৌদ্ধ ভিক্ষুদের কাছে শিক্ষা লাভ করেন তিনি। ষাটের দশকের শেষ দিকে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। সে সময় এক বন্দুকযুদ্ধে তিনি তার বাম চোখ হারান।

সত্তরের দশকের শেষদিকে পল পটের স্বৈরতান্ত্রিক শাসনামলে হান সেন খেমার রুজের একজন কমান্ডার ছিলেন। খেমার রুজের শাসনামলে কম্বোডিয়ায় প্রায় ২০ লাখ মানুষ মারা যায়। ১৯৭৭ সালে তিনি ভিয়েতনামে পালিয়ে যান এবং খেমার রুজের বিরোধী সেনাদের সাথে যোগ দেন।

কম্বোডিয়ায় ১৯৭৯ সালে নতুন সরকার প্রতিষ্ঠা করে ভিয়েতনাম। তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশে ফেরত যান। পরে ১৯৮৫ সালে ৩৩ বছর বয়সে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন।

১৯৯৩ সালের নির্বাচনে হুন সেন হেরে গেলেও পরাজয় মানতে অস্বীকার করেন। পরে ফুচিনচেপ পার্টির প্রিন্স নরোদম রানারিধের সাথে সমঝোতা করে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। এরপর ১৯৯৭ সালে রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ক্ষমতা দখল করেন এবং প্রিন্স রানারিধকে সাময়িকভাবে দেশ ছাড়তে বাধ্য করেন।

লোক দেখানো নির্বাচন
এ বছরের নির্বাচনের আগে কয়েক মাস ধরে হুন সেন তার একমাত্র কঠিন প্রতিপক্ষ ক্যান্ডললাইট পার্টিকে বিভিন্নভাবে দমন করেছেন। নির্বাচনের আগে শেষ পর্যন্ত তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সাবেক বিরোধীদলের ধ্বংসাবশেষ থেকে গত বছরই ক্যান্ডললাইট পার্টির সূচনা হয়।

গত বছরের স্থানীয় নির্বাচনে ক্ষমতায় থাকা দলের ব্যাপক ভয়ভীতি দেখানো ও ভোট জালিয়াতির প্রমাণ থাকা স্বত্ত্বেও ক্যান্ডললাইট পার্টি ২২% শতাংশ ভোট পায়।

কোনো গাছের ফল সেই গাছ থেকে খুব একটা দূরে গিয়ে পড়ে না। পরিবারতন্ত্রের অন্যান্য উদাহরণ পর্যালোচনা করলে আমরা সেরকমই দেখতে পাই। আর হুন সেন যে কবে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, সে বিষয়েই আসলে কারো ধারণা নেই। অস্ট্রেলিয়ার স্বৈরশাসক বিশেষজ্ঞ লি মরগেনবেসার

এই বিষয়টি হুন সেন মেনে নিতে পারেননি। তাই তারা বড় হুমকি হয়ে ওঠার আগেই তিনি ‘ক্যান্ডললাইটের শ্বাসরোধ’ করেন বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্বৈরশাসক বিশেষজ্ঞ লি মরগেনবেসার। তিনি দীর্ঘ সময় ধরে হুন সেনের কার্যক্রম পর্যালোচনা করছেন।

ফেব্রুয়ারি মাসে ক্যান্ডললাইট পার্টির নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি। পরে মে মাসে পার্টিকে নিষিদ্ধ করেন হুন সেন। পরে নির্বাচনি অফিস আইনি মারপ্যাচের ভিত্তিতে দলটিকে নির্বাচনে অংশ নিতে অবৈধ ঘোষণা করে।

এ বছরের নির্বাচনে আরো ১৭টি পার্টি অংশগ্রহণ করছে। কিন্তু তারা হয় অনেক ছোট অথবা ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত। সে কারণে এই দলগুলোকে এই নির্বাচনে একেবারেই তাৎপর্যহীন মনে করা হচ্ছে।

ক্যান্ডললাইট পার্টির এক প্রতিনিধি সম্প্রতি বলেন, ‘আমরা এই নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছিলাম। সব আসনে প্রার্থী দেয়ার। শেষ পর্যায়ে এমন একটি প্রশাসনিক কারণ দেখিয়ে আমাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হল, যেটি কয়েকদিন আগেও ছিল না। খেলার মাঝখানে তিনি খেলার নিয়ম বদলে দিয়ে এ কাজ করলেন।’

ক্যান্ডললাইট পার্টির অনেক নেতাই এখন আটক হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতেই অনেক নেতা গ্রেফতার হয়েছেন। গত সপ্তাহে থাইল্যান্ডে জাতিসংঘের শরণার্থী কার্যালয়ে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকক থেকে গ্রেফতার করা হয় দুই নেতাকে।

হুন সেনের পর কী হবে?
এ বছরের মে মাসে ক্যান্ডললাইট পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পর বিরোধী দলটি কি করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। দলটির কোনো কোনো নেতা সমর্থকদের বিক্ষোভ করার কথা বলেন। দেশের বাইরে থাকা স্যাম রেইনসি নির্বাচন বয়কটের ডাক দেন।

তবে শেষ পর্যন্ত ক্যান্ডললাইট ঠিক করে যে টিকে থাকতে আপাতত তারা বড় ধরনের কোনো পদক্ষেপে যাবে না বিশ্লেষকদের অনেকে মনে করেন, হুন সেনের ছেলে হান ম্যানেট (পড়ালেখা করেছেন পশ্চিমা দেশে) ক্ষমতা নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে। হান ম্যানলেট হুন সেনের তিন ছেলের মধ্যে সবচেয়ে বড়। তিনি কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধান।

হুন সেনের অন্য দুই ছেলেও পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। হুন সেনের পর তারা যেন ক্ষমতায় আসতে পারে তা নিশ্চিত করতে তিনি নিজের ছেলেদের তৈরি করছেন বলে মন্তব্য করেন বিশ্লেষকরা।

তবে হুন সেনের ছেলেদের মধ্যে কেউ ক্ষমতায় আসলে যে পরিস্থিতির উন্নতি হবে, তা মনে করেন না অনেক বিশেষজ্ঞ।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্বৈরশাসক বিশেষজ্ঞ লি মরগেনবেসার বলছিলেন, ‘কোনো গাছের ফল সেই গাছ থেকে খুব একটা দূরে গিয়ে পড়ে না। পরিবারতন্ত্রের অন্যান্য উদাহরণ পর্যালোচনা করলে আমরা সেরকমই দেখতে পাই। আর হুন সেন যে কবে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, সে বিষয়েই আসলে কারো ধারণা নেই।’

Share61Tweet38Share15
Previous Post

ভারতে পাহাড় চাপায় নিহত ২২, নিখোঁজ ৮৬

Next Post

পারমাণবিক হামলার হুমকি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Related Posts

টেক্সাসের বন্যায় নিহত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১
বর্তমান বিশ্ব

টেক্সাসের বন্যায় নিহত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১

July 7, 2025
বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ, আমিরাতে অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা
বর্তমান বিশ্ব

বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ, আমিরাতে অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা

July 7, 2025
বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান!
বর্তমান বিশ্ব

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান!

July 7, 2025
ইসরাইলের পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র
বর্তমান বিশ্ব

ইসরাইলের পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র

July 6, 2025
যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল, কাতারে হবে বৈঠক
বর্তমান বিশ্ব

যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল, কাতারে হবে বৈঠক

July 6, 2025
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের
বর্তমান বিশ্ব

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

July 6, 2025
Next Post
পারমাণবিক হামলার হুমকি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

পারমাণবিক হামলার হুমকি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

দুদক সংস্কার নিয়ে বিএনপির অবস্থান হতাশাজনক : কমিশন

দুদক সংস্কার নিয়ে বিএনপির অবস্থান হতাশাজনক : কমিশন

July 7, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা