গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে আত্বঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে একজন নারী টিভি উপস্থাপকসহ দুইজন সাংবাদিক ও দুই অ্যাথলেটও ছিলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। রবিবার (২৯ আগস্ট) স্বাধীন আফগান মিডিয়া গ্রুপ আফগানিস্তান জার্নালিস্ট সেন্টারের (এএফজেসি) বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলায় রাহা নিউজ এজেন্সির প্রতিবেদক আলি রেজা আহমাদি এবং টেলিভিশন চ্যানেল জাহান-ই-সিহাতের সাবেক উপস্থাপক নাজমা সাদিকী নিহত হয়েছেন।
এছাড়া আফগানিস্তানের জাতীয় পর্যায়ের দুইজন অ্যাথলেটও নিহত হয়েছেন। তারা হলেন- তায়কোয়ান্দোর মোহাম্মদ জান সুলতানি এবং উশু ইভেন্টের ইদ্রিস। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন। আইএসের আফগান শাখা (আইএস-কে) এ হামলার দায় শিকার করে বিবৃতি দিয়েছে। পরে ফের স্বাভাবিক হয় বিমান সেবা।